খুঁজুন
সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ, ১৪৩২

জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক হলেন ডা. নাসির উদ্দীন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২২ অপরাহ্ণ
জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক হলেন ডা. নাসির উদ্দীন

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ নাসির উদ্দীন। তিনি এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (পার-১) উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. মোহাম্মদ নাসির উদ্দীনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক পদে বদলি/পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে বদলি/পদায়নকৃত এই কর্মকর্তা আগামী ৩ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন। অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর ন্যস্তকৃত বিভাগে/কর্মস্থলে মুভ ইন হবেন।

এক নজরে ডা. মোহাম্মদ নাসির উদ্দীন

ডা. মোহাম্মদ নাসির উদ্দীন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে তিনি শৈলকূপা পাইলট হাইস্কুল থেকে ৬টি লেটারসহ স্টারমার্ক নিয়ে এসএসসি পাস করেন এবং উপজেলায় প্রথম স্থান অধিকার করেন। ১৯৮৬ সালে শৈলকূপা কলেজ থেকে স্টার মার্কসহ উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি স‍্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন এবং ১৭ বিসিএসর মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন। অতঃপর ২০০৩ সালে সার্জারিতে এফসিপিএস এবং পরবর্তীতে প্লাস্টিক সার্জারিতে এমএস ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যে হতে এফআরসিএস এবং যুক্তরাষ্ট্র থেকে এফএসিএস ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও একজন প্লাস্টিক সার্জন হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ,ইতালি, অস্ট্রেলিয়া, তুরস্ক, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং অসংখ্য আন্তর্জাতিক কনফারেন্সে বৈজ্ঞানিক গবেষণা পত্র উপস্থাপনা করেছেন। একজন দক্ষ সার্জন এবং প্লাস্টিক সার্জারির একজন শিক্ষক হিসেবে তিনি ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন।

সর্বশেষ ২০২৪ এর জুলাই-আগস্টের ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আহত রোগীদের চিকিৎসার জন্যে তিনি ঝুঁকি নিয়ে কাজ করেন। বিশেষত ১৮, ১৯ ও ২০ জুলাই টানা তিনদিন বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে একাই কমপক্ষে ১০০ রোগীর শরীরে অস্ত্রোপচার করেন। এজন্য তাকে তৎকালীন স্বৈরাচারী সরকারের রোষানলের সম্মুখীন হতে হয়। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য গঠিত মনিটরিং সেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

বীরগঞ্জে উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৭:০০ অপরাহ্ণ
বীরগঞ্জে উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা বিএনপির নির্বাহী কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় বীরগঞ্জ সরকারি কলেজ হলরুমে কেন্দ্রীয় কৃষক দলের সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকরা সংগঠনের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে দিনাজপুর-১ আসন (বীরগঞ্জ-কাহারোল) সম্ভাব্য এমপি পদপ্রার্থী মনজুরুল ইসলাম বলেন, আমরা যারা বিএনপির পতাকাতলে একত্রিত হয়েছি, তাদের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং তাদের পাশে দাঁড়ানো। এজন্য প্রয়োজন আমাদের মধ্যে দৃঢ় ঐক্য ও পারস্পরিক আস্থা। দলকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করতে হবে এবং মানুষের আস্থা অর্জনের জন্য কাজ করতে হবে।

দিনাজপুর-১ আসন (বীরগঞ্জ–কাহারোল) বিগত সরকারের আমলে প্রত্যাশিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে আমরা পিছিয়ে পড়েছি। যদি জনগণ আমাদের সুযোগ দেয় এবং আমরা সরকারে আসতে পারি, তবে বীরগঞ্জ ও কাহারোলের চেহারা বদলে দেব। কৃষকের ন্যায্য দাম নিশ্চিত, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন অবকাঠামো নির্মাণ হবে আমাদের অঙ্গীকার।

আমরা কারও বিরুদ্ধে নয়, বরং উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের জন্য রাজনীতি করব। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি বীরগঞ্জ ও কাহারোলকে একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ এলাকায় পরিণত করি। ইনশাল্লাহ, আমরা একদিন সফল হব। সভায় দলীয় কর্মকৌশল, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে ঐক্য সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) দুপুরে স্টেশন রোডস্থ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) কার্যালয়ের সামনে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নবনির্বাচিত সভাপতি মো. মোফাচ্ছিলুল মাজেদ এর সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি জি. এম. মইনউদ্দীন হিরু, নবনির্বাচিত সহ-সভাপতি কোরবান আলী সোহেল, সাধারণ সম্পাদক আতিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম এবং অর্থ সম্পাদক তাজেদুর রহমান মানিক।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সিকান্দার আলী কাবুল, আবু কাওছার, চন্দন মিত্র, মোকাররম হোসেন, ওয়াহেদুর রহমান, দয়ারাম সরকার, একরামুল হক চঞ্চল প্রমুখ।

বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যার শিকার হন। একই দিনে গাজীপুরে আরেক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়। এই ঘটনাগুলো গণমাধ্যমকর্মীদের জন্য ভয়ংকর বার্তা বহন করছে।

তারা আরও বলেন, “তুহিনের হত্যা শুধু একজন সাংবাদিকের প্রাণহানি নয়, এটি পুরো সাংবাদিক সমাজের প্রতি হুমকি। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মাজেদ, সম্পাদক আতিউর

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মাজেদ, সম্পাদক আতিউর

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬)-এর ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোফাচ্ছিলুল মাজেদ এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে আতিউর রহমান নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯ আগস্ট) বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফবিএবি) কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মোট ১০১ জন ভোটারের মধ্যে ৬৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে সভাপতি পদের ২টি ও সহ-সাধারণ সম্পাদক পদের ৭টি ভোট নষ্ট হয়। সভাপতি পদে মোফাচ্ছিলুল মাজেদ ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জি. এম. মইনউদ্দীন হিরু পান ২৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে রাকিবুল ইসলাম ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহিদুল ইসলাম রিপন পান ৬ ভোট।

এর আগে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—সহ-সভাপতি পদে কোরবান আলী সোহেল, সাধারণ সম্পাদক পদে আতিউর রহমান এবং অর্থ সম্পাদক পদে তাজেদুর রহমান মানিক। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ দিলওয়ার হোসেন শাহ, মোঃ সাফায়েত হোসেন সজিব এবং মোঃ আরিফুর রহমান। বিকেলে কমিশনাররা ফলাফল ঘোষণা করেন।

কোতয়ালী থানার পুলিশসহ গোয়েন্দা সংস্থার উপস্থিতে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে সারাদিন শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করেন শ্রম দপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের শ্রম বিষয়ক কর্মকর্তা হুমায়ন কবির। ভোটের ফলাফলের পর বিজয়ী প্রাথীদের ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম হীরু।